***ভোকেশনাল শাখার ৯ম শ্রেনির বোর্ড সমাপনী পরীক্ষা/২৫ খ্রি. এর অন-লাইন ফরম পূরণ আগামী ১৫/০৯/২০২৫ হইতে ২১/০৯/২০২৫ খ্রি. পর্যন্ত চলিবে।
নিরলস অনুশীলনের সফল উপসংহারই হলো শিক্ষা আর এই অনুশীলনের মধ্যে দিয়ে মেধা, মনন ও প্রয়াস এই তিন এর সম্মিলনে বিকশিত হতে থাকে সম্ভাবনার সকল শাখা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের জন্য অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি এক অনন্য ভূমিকা পালন করছে। পরিকল্পিত নীতিমালার সঠিক প্রয়োগ, শিক্ষকমন্ডলীর দায়িত্বশীলতা, শিক্ষার্থী উপযোগী শিক্ষাদান পদ্ধতি, সর্বোপরি অভিজ্ঞ পরিচালক মণ্ডলীর সার্বিক পরিচালনায় প্রতিষ্ঠানটি তার বয়সের তুলনায় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যুগের চাহিদা মেটাতে, মানব সম্পদ গঠনে আমরা একনিষ্ঠ ভাবে সচেষ্ট। আধুনিক বিজ্ঞান মনস্ক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে প্রতিষ্ঠানের দায়িত্ব অপরিসীম। আমার বিশ্বাস, অভিভাবক-মন্ডলী ও সুধীজনের আন্তরিক পরামর্শে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা, মনন, সহনশীলতা, নৈতিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক ও আধুনিক জীবনমনস্ক সৃজনশীল নাগরিক হয়ে গড়ে উঠবে।
পরিশেষে, সফলতায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি “শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনে” রূপ নিবে এমনটিই আমাদের দৃঢ় প্রত্যয়। সুন্দর আগামী ও শুভময় জীবনের প্রত্যাশায় সবার জন্য রইল শুভেচ্ছা।