***ভোকেশনাল শাখার ৯ম শ্রেনির বোর্ড সমাপনী পরীক্ষা/২৫ খ্রি. এর অন-লাইন ফরম পূরণ আগামী ১৫/০৯/২০২৫ হইতে ২১/০৯/২০২৫ খ্রি. পর্যন্ত চলিবে।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যা নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি গ্রামীণ মেয়েদের উন্নত শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠাকাল হতে কাজ করছে।
এখানে বর্তমানে প্রায় ৮০০ জন শিক্ষার্থী সাধারন ও ভোকেশনাল শাখায় অধ্যয়নরত এবং ৩০ জন শিক্ষক তাদের জ্ঞান ও দক্ষতা দিয়ে ছাত্রীদের আলোকিত ভবিষ্যতের দিকে পরিচালিত করছেন। প্রতিষ্ঠানটি বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং খেলার মাঠসহ আধুনিক শিক্ষার সব আয়োজনের সুবিধা প্রদান করে।
প্রতিবছর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এই বিদ্যালয়টি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, বরং জীবনের নানা দিকের শিক্ষা দেয়, যেমন: সামাজিক দায়িত্ব, নৈতিকতা এবং সৃজনশীলতা। এতে প্রতিটি শিক্ষার্থী নিজেকে সমাজে সক্ষম, আত্মবিশ্বাসী এবং মানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।
থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে এতদ্বঅঞ্চলের নারী শিক্ষা বিস্তারে নেতৃত্ত্বস্থানীয় ভূমিকা পালন করার প্রত্যাশায় কাজ করে চলছে।