*** ২০২৫ সালের এসএসসি/ভোকেশনাল পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ চলছে । সকল পরীক্ষার্থীদেরকে নিজ নিজ পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বলা হলো।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ফেব্রুয়ারী) থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বাৎরিক দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীকে পুরুস্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী, সহকারী প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, জিয়াউর রহমান, সেলিনা পারভীন, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চিলমারী উপজেলা সমন্বয়ক সাব্বির আহমেদ, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মোখলেছুর রহমান মাসুম প্রমুখ।
প্রথম পর্বের অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মো. নুর আলম। ২য় পর্বের অনুষ্ঠানে ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। শেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নুরবক্ত আলী
টেকনিক্যাল শপ এ্যাসিসটেন্ট
ভোকেশনাল শাখা